যশোরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

যশোরে বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মিশকাত রহমান সুলতান উপজেলার কামারগন্নি গ্রামের রাসেল হোসেনের ছেলে এবং ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
হাসপাতাল সূত্রে স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা করার সময় বজ্রপাতে আহত অবস্থায় পড়ে থাকে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে আছে।
(ঢাকা টাইমস/০৪জুলাই/এসএ)

মন্তব্য করুন