মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্তে নেমেছে র্যাব

কুমিল্লার মুরাদনগরে মব সৃষ্টির মাধ্যমে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনার রহস্য উদঘাটনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তদন্তে নেমেছে।
শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার কড়াইবাড়ি গ্রামে
মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে নারীসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।নিহতরা হলেন- রুবি আক্তার, তার মেয়ে জোনাকী ও ছেলে রাসেল।
এ ঘটনায় নেপথ্যে মাদক ছাড়া অন্য কিছু আছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে র্যাব-১১ এর অধিনায়ক বলেন, এ বিষয়ে নিয়ে র্যাব কাজ করছে। রহস্য উদঘাটনে আমাদের কার্যক্রম চলমান আছে। যেভাবে করে এলাকাবাসী বিশাল মব এ ঘটনা ঘটিয়েছে দেখে মনে হচ্ছে তারা খুব ক্ষিপ্ত ছিল। ক্ষিপ্ত না হলে এলাকাবাসী এতটা নির্মমভাবে তিনজনকে মারতে পারেনা। তবে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তারা মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট ছিল। এর জেরেই মূলত ঘটনাটি ঘটেছে। এটা নিয়ে আমরা কাজ করছি। এ বিষয়ে সাকসেস আসলে পরবর্তীতে জানানো হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভে গতকাল সকালে ওই পরিবারের ৪ সদস্যকে গণপিটুনি দেন। এতে তিনজন ঘটনাস্থলে মারা যান। এছাড়া গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
(ঢাকাটাইমস/৩জুলাই/এলএম)

মন্তব্য করুন