যশোরে দুর্বৃত্তের এসিড নিক্ষেপে একই পরিবারের ৩ জন দগ্ধ

যশোরের ঝিকরগাছায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দুর্বৃত্তের এসিড নিক্ষেপে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গদখালি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা (৪৮), মেয়ে রিপা (২৬) ছেলে ইয়ানুর (৮)।
আহত রিপা অভিযোগ করে বলেন, বেনাপোল বাড়ি জসিম নামে এক ব্যক্তি গদখালি মঠবাড়ি গ্রামের ফজলুর বাড়িতে থেকে কাজের লোক হিসাবে কাজ করে। সে গত এক মাস ধরে আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয়। আমি বা আমার পরিবারের লোকজন বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হঠাৎ আজ রাতে আমাদের বাড়ির ঘরের জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে। এসময় আমি আমার ভাই ইয়ানুরকে পড়াতে ছিলাম। পাশে আমার মা রাহেলা বেগম বসেছিল। এসিড নিক্ষেপের কারণে আমি আমার মা ও ছোট ভাই আহত হয়েছি। আমার ডান পায়ে হাঁটুর উপর থেকে নিচে পর্যন্ত ঝলসে যায়। আমার মায়ের বুকে গলায় ও পায়ে ঝলসে যায়। আমার ছোট ভাইয়ের দুই পায়ের উপর থেকে নিচে পর্যন্ত ঝলসে গেছে। এসময় স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে আমরা এখন যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। আমরা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। বেড পাইনি ফ্লোরে আছি।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) বলেন, তিনজন রোগীর মধ্যে রাহেলা বেগম নামে রোগীর অবস্থা খারাপ অন্য দুই জনের অবস্থা একটু ভালো।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, আমি ছুটিতে আছি। তবে ওসি তদন্তকে বলেছি আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাতে।
(ঢাকা টাইমস/০৪জুলাই/এসএ)

মন্তব্য করুন