পিলখানায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৫, ১৬:৩১| আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৬:৫১
অ- অ+

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বিজিবি সদর দপ্তর পিলখানার বকুলতলা প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির সূচনা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক বলেন, 'আমরা আজ একটি মহৎ উদ্দেশ্যে একত্রিত হয়েছি। এক বছর আগে জুলাই মাসে যে ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থান ঘটেছিল, তার মধ্য দিয়ে দেশ নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। এখন সময় দেশকে নতুন করে গড়ে তোলার। সেই চেষ্টায় বিজিবিসহ দেশের সব বাহিনী ও জনগণ একযোগে কাজ করে যাচ্ছে।'

তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন।

এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজিবিপ্রধান সারাদেশে বাহিনীর সকল স্থাপনায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের নির্দেশনা দেন।

তিনি বলেন, 'শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যত্ন ও পরিচর্যার মাধ্যমে টেকসই বনায়ন নিশ্চিত করতে হবে।'

সপ্তাহব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিজিবির সব ব্যাটালিয়ন, সেক্টর ও স্থাপনাসমূহে গাছ লাগানো হবে বলে জানানো হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজ থেকে ফিরেছেন ৬৫৫৭৩, এখনো বাকি ২১৫৮৪ জন
ধামরাইয়ে কনের নাচে বিয়ে ভাঙার দাবি ভিত্তিহীন, সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গুজব
রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ
১৪-২৪ মার্কা নির্বাচনের আলামত দেখা যাচ্ছে: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা