মোট ১৭ পুলিশ কর্মকর্তা

ছুটি না নিয়ে গা-ঢাকা, বরখাস্ত আরও এক পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ২০:২৩| আপডেট : ০২ জুলাই ২০২৫, ২০:৩৮
অ- অ+

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পদে কর্মরত একাধিক পুলিশ কর্মকর্তা ছুটি না নিয়ে কর্মস্থলে যোগ না দেওয়ায় একের পর এক বরখাস্ত হচ্ছেন। সর্বশেষ বুধবার (২ জুলাই) সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডলকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এ নিয়ে অনুপস্থিতির দায়ে বরখাস্ত হওয়া পুলিশের মোট সংখ্যা দাঁড়াল ১৭ জনে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আরিফুর রহমান মন্ডল গত ১৯ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বর্তমানে তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি চাকরি বিধিমালা, ২০১৮ এর ৩(গ) ধারা অনুযায়ী তাকে পলায়নের অপরাধে অভিযুক্ত করা হয়েছে এবং বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাকে সেই দিন থেকেই সাময়িক বরখাস্ত দেখানো হয়েছে। বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা পাবেন।

আগেও বরখাস্ত ১৭ জন:

গত ২৬ জুন ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় আরও ১৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। যাদের মধ্যে তিনজন পুলিশ সুপার (এসপি), আটজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং দুজন সহকারী পুলিশ সুপার (এএসপি) রয়েছেন।

তারা হলেন— এটিইউয়ের সাবেক পুলিশ সুপার ও বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ছানোয়ার হোসেন, রংপুরের সাবেক পুলিশ সুপার ও বর্তমানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. শাহজাহান, নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার ও বর্তমানে বরিশাল রেঞ্জে সংযুক্ত গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত নৌ পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান, রমনা বিভাগের সাবেক এডিসি ও বর্তমানে সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত শাহ আলম মো. আখতারুল ইসলাম, ডিএমপির সাবেক এডিসি এস এম শামীম, কক্সবাজার এপিবিএনে কর্মরত ইফতেখায়রুল ইসলাম, জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত মিশু বিশ্বাস, রাঙামাটি এপিবিএনের হাসানুজ্জামান মোল্যা, সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত রুবাইয়াত জামান, বরিশাল র‍্যাব-৮-এর ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার মাসুদুর রহমান, রাজারবাগ পুলিশ টেলিকম ভবনের এএসপি মো. মাহমুদুল হাসান এবং কক্সবাজারের উখিয়া এপিবিএনের এএসপি মোহাম্মদ ইমরুল।

এছাড়া মঙ্গলবার এক প্রজ্ঞাপনে আরও তিন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন— চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি বর্তমানে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ডিআইজি নূরে আলম মিনা, ডিএমপি ডিবির সাবেক ডিসি বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মানস কুমার পোদ্দার এবং গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সরকারি চাকরি বিধিমালায় পলায়নকে গুরুতর অপরাধ হিসেবে ধরা হয় এবং এ ধরনের অনুপস্থিতির ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ আটক ১
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের বড় ভাই দেলোয়ার গ্রেপ্তার
২৪ ঘণ্টায় মহাখালী কাণ্ডসহ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা