এনবিআরের চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার

চাকরির বয়স ২৫ পূর্ণ হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার।
বুধবার এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
চাকরি হারানো কর্মকর্তারা হলেন- ভ্যাট সদস্য আব্দুর রউফ, কাস্টমস সদস্য হোসেন আহমেদ, আয়কর সদস্য আলমগীর হোসেন ও আয়কর কমিশনার শব্বির আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরির বয়স ২৫ পূর্ণ হওয়ায় তাদের অবসর দেওয়া হয়েছে। তবে তারা অবসরকালীন সুবিধা পাবেন।এদিকে এনবিআর কর্মকর্তারা জানান, চলমান সংস্কার আন্দোলনে সমর্থন থাকায় প্রতিহিংসার শিকার হয়েছেন। আরও অনেক কর্মকর্তা-চাকরি হারানোর আশঙ্কায় আছেন। গতরাতে বরখাস্ত করা হয় আরেক কর্মকর্তা চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন। এছাড়া বেশকিছু কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি বিরোধী সংস্থা দুদক। বদলিসহ নানা আতঙ্কে আছেন আন্দোলনকারী। তাদের অভিযোগ, প্রতিহিংসাপরায়ণ হয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/২জুলাই/এলএম)

মন্তব্য করুন