মতিঝিলে ২৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৫, ১৬:২৭
অ- অ+

কক্সবাজার থেকে ঢাকায় আনা ২৮ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার আসামির নাম মো. নাজিম উদ্দিন (৪৩)।

বৃহস্পতিবার সকালে মতিঝিল থানাধীন আরামবাগ এজিবি কলোনীর সামনের সড়কে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি করে এই মাদক কারবারিকে গ্রেপ্তারসহ মাদকগুলো উদ্ধার করে ডিএনসি ঢাকা মেট্রো. উত্তর কার্যালয়ের একটি দল।

এদিন বিকালে ডিএনসি ঢাকা মেট্রো. উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল একটি চক্র বেশ কিছু দিন যাবৎ কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় সরবরাহ ও বিক্রয় করে আসছে। এ তথ্যের ভিত্তিতে আমরা চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকি এবং নিশ্চিত হই, চক্রটি কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ঢাকার মতিঝিল এলাকায় সরবরাহ করবে। সে সূত্র ধরে আভিযানিক দল আজ সকালে মতিঝিল থানাধীন আউটার সার্কুলার রোডস্থ আরামবাগ এজিবি কলোনীর সামনের রাস্তা হতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি করে। এতে ২৮০০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মেহেদী হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ইয়াবার বড় বড় চালান এনে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারী মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি এড়ানোর জন্য বিভিন্ন এনক্রিপটেড এ্যাপস ব্যবহার করতেন তিনি। এছাড়াও ভিন্ন ভিন্ন সময়ে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে বড় ইয়াবার চালান ঢাকায় সরবরাহ ও বিক্রয় করত।

তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা পরবর্তীতে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/৩জুলাই/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা