যাত্রাবাড়ীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৫, ২১:০৭| আপডেট : ০১ জুলাই ২০২৫, ২১:৩৭
অ- অ+

রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত দুইজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো. বেলায়েত হোসেন ও রেশমা বেগম।

মঙ্গলবার যাত্রাবাড়ী থানা পুলিশের সদস্যরা তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ।

জানা গেছে, মুন্সীগঞ্জ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এই দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। তবে আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিজেদের আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

(ঢাকাটাইমস/১জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা