নারীর ফাঁদে পড়ে অজ্ঞান, নিয়ে যাওয়া হয় সাভারের নির্জনে–দাবি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৫, ০৯:০৮| আপডেট : ৩০ জুন ২০২৫, ১১:৪৮
অ- অ+

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হওয়া মিরপুর সরকারি বাঙলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলি ‘অপহরণের শিকার হয়েছেন’ বলে দাবি করেছেন। রবিবার রাতে সাভার থেকে উদ্ধার করার পর পুলি র‍্যাবকে জানিয়েছেন, পরীক্ষা দিতে যাওয়ার পথে এক নারীর ফাঁদে পড়ে তিনি অচেতন হয়ে পড়েন এবং তাকে সাভারের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।

র‍্যাব-৪ জানায়, গতকাল রাত ১২টার দিকে সাভারের একটি এলাকা থেকে উদ্ধার করা হয় মাহিরাকে।

উদ্ধার হওয়ার পর ভুক্তভোগী র‍্যাবকে জানায়, সকাল ৮টার দিকে পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে রওনা হন তিনি। পথিমধ্যে এক নারী তার সামনে কিছু একটা ধরে তার নাকে ছোঁয়ায়, এরপর তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরে দেখতে পান, তিনি এক অজানা স্থানে অবস্থান করছেন। সেখানে তাকে একটি সাধারণ পোশাক দেওয়া হয় কলেজ ড্রেস পাল্টে ফেলতে। সেই সুযোগেই পালানোর চেষ্টা করেন তিনি।

র‍্যাবকে পুলি জানান, পালিয়ে দিগবিদিক ছুটে চলার এক পর্যায়ে একটি র‍্যাবের গাড়ি দেখতে পান। র‍্যাব সদস্যদের কাছে সাহায্য চাইলে তারা তাকে গাড়িতে তুলে নেন এবং পরে পরিবারকে খবর দিয়ে তাদের জিম্মায় হস্তান্তর করেন। তবে পুলির দেওয়া এই বক্তব্য যাচাই-বাছাই করছে র‍্যাব।

এর আগে একইদিন সকাল ৮টার দিকে বসুন্ধরার বাসা থেকে পুলি পরীক্ষা দিতে বের হন। দুপুর ১টার মধ্যে তার পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও তিনি আর বাসায় ফেরেননি। খোঁজ নিয়ে জানা যায়, তিনি পরীক্ষাকেন্দ্রেও উপস্থিত হননি। বিষয়টি জানার পর বিকালে পরিবারের পক্ষ থেকে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপরই তাকে উদ্ধারে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী।

(ঢাকাটাইমস/৩০জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৬- চিঠির খামে বন্দি হৃদয়ের কবর
১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ: পদ বৃদ্ধির দাবিতে রমনা পার্ক হয়ে যমুনার দিকে যাত্রা
বেরোবির সাবেক ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
তালগাছ কেটে পাঁচ শতাধিক বাবুইছানা হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা