যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে আ.লীগ: হুঁশিয়ারি পার্থর

আওয়ামী লীগ আর যেন কখনো রাজনীতিতে ফিরে আসতে না পারে, এই লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করে। তারা সুযোগ পেলে যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে। তাদের জীবন ধ্বংস করবে।
মঙ্গলবার (১ জুলাই) বিকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ’গণঅভ্যুত্থান ২০২৪-জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
পার্থ বলেন, এই দেশের ৪-৫ কোটি মা মনে করে আওয়ামী লীগ ফিরে এলে তাদের সন্তানদের মেরে ফেলা হবে। যারা মিছিলে নেমেছিল, তারা বিশ্বাস করে ভিডিও দেখে বের করে করে তাদের খুন করা হবে।’
পার্থ বলেন, আওয়ামী লীগ তার মেধায় রাজনীতি বিশ্বাস করে না, তারা প্রতিশোধে বিশ্বাস করে। খুব শিগগির আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে যাবে, তারা বলবে আসেন আমরা একসাথে কাজ করি। কিন্তু এই ট্রাপে পড়বেন না।’
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়- এমন মন্তব্য করে বিজেপি চেয়ারম্যান বলেন, ‘তারা সুযোগ পেলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা মিছিলে নেমেছিল, তারা বিশ্বাস করে ভিডিও দেখে দেখে বের করে তাদের খুন করা হবে। এই একটা জায়গায় আওয়ামী লীগের ব্যাপারে পুরো জাতিকে এক থাকতে হবে।’
এ সময় পার্থ আরও বলেন, গত ৯ মাসে তিনি বিএনপির মধ্যে সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা দেখেছেন। এ জন্য দলটিকে ধন্যবাদ জানান তিনি।
(ঢাকাটাইমস/১জুলাই/এলএম/মোআ)

মন্তব্য করুন