যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে আ.লীগ: হুঁশিয়ারি পার্থর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৫, ১৯:০৮| আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৯:৪২
অ- অ+

আওয়ামী লীগ আর যেন কখনো রাজনীতিতে ফিরে আসতে না পারে, এই লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করে। তারা সুযোগ পেলে যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে। তাদের জীবন ধ্বংস করবে।

মঙ্গলবার (১ জুলাই) বিকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত গণঅভ্যুত্থান ২০২৪-জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

পার্থ বলেন, এই দেশের ৪-৫ কোটি মা মনে করে আওয়ামী লীগ ফিরে এলে তাদের সন্তানদের মেরে ফেলা হবে। যারা মিছিলে নেমেছিল, তারা বিশ্বাস করে ভিডিও দেখে বের করে করে তাদের খুন করা হবে।

পার্থ বলেন, আওয়ামী লীগ তার মেধায় রাজনীতি বিশ্বাস করে না, তারা প্রতিশোধে বিশ্বাস করে। খুব শিগগির আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে যাবে, তারা বলবে আসেন আমরা একসাথে কাজ করি। কিন্তু এই ট্রাপে পড়বেন না।

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়- এমন মন্তব্য করে বিজেপি চেয়ারম্যান বলেন, তারা সুযোগ পেলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা মিছিলে নেমেছিল, তারা বিশ্বাস করে ভিডিও দেখে দেখে বের করে তাদের খুন করা হবে। এই একটা জায়গায় আওয়ামী লীগের ব্যাপারে পুরো জাতিকে এক থাকতে হবে।

এ সময় পার্থ আরও বলেন, গত ৯ মাসে তিনি বিএনপির মধ্যে সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা দেখেছেন। এ জন্য দলটিকে ধন্যবাদ জানান তিনি।

(ঢাকাটাইমস/১জুলাই/এলএম/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
যুক্তরাষ্ট্রে প্রাইভেট বিমান দুর্ঘটনায় ধনাঢ্য শিল্পপতি জেমস ওয়েলার নিহত
শেরপুরে জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা