হাসিনা-রেহানা জয়-পুতুলের নামে সমন বিজ্ঞপ্তির নির্দেশ

রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা পাঁচ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং রেহানার দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ২৮ জনকে ২০ জুলাই আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
এসব তথ্য জানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউশন দপ্তর।
আজ উল্লেখিত ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিল-সংক্রান্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। পৃথক পৃথক গ্রেপ্তারি পরোয়ানা তামিল-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, আসামিদের সংশ্লিষ্ট ঠিকানায় খুঁজে পাওয়া যাচ্ছে না।
এই পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সরকারকে নির্দেশ দেন।
এর আগে গত ২৫ মে পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা আরেক মামলায় শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় আদালত ওই মামলায় আবার নতুন করে তারিখ ধার্য করেছিল। আজ সেই মামলায়ও ওই ১২ আসামিকে ২০ জুলাই আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন রাজউকের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াসি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া, রাজউকের সদস্য মো. খুরশিদ আলম, তন্ময় দাস, মো. নাসির উদ্দিন ও সাবেক সদস্য মেজর (অব.) শামসুদ্দিন আহমেদ চৌধুরী ।
এ ছাড়া আছেন রাজউকের সাবেক সদস্য মো. মাজহারুল ইসলাম, কবির আল আসাদ, সহকারী পরিচালক ফারিয়া সুলতানা, নায়েব আলী শরীফ, উপপরিচালক কামরুল ইসলাম, হাফিজুর রহমান, হাবিবুর রহমান, পরিচালক শেখ শাহিনুল ইসলাম এবং মো. নুরুল ইসলাম, শেখ হাসিনার ব্যক্তিগত সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিবের একান্ত সহকারী শহীদুল্লাহ খন্দকার এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এসব মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গত ১৩ ও ১৫ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
এর আগে গত ২৫ মার্চ ছয় মামলার ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে শেখ হাসিনাসহ ২৮ জনকে পলাতক দেখানো হয়।
নিজের ও স্বজনদের নামে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলা দুদক। গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি মামলাগুলো করা হয়।
(ঢাকাটাইমস/০১জুলাই/মোআ)

মন্তব্য করুন