এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৫, ১২:৫৮| আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৪:১১
অ- অ+

দীর্ঘদিন ধরে কর্মস্থলে যোগ না দেওয়া আরও চার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন ডিআইজি ও তিনজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক চার প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। গত ২৬ জুন প্রজ্ঞাপনগুলোতে সই করেন উপসচিব নাসিমুল গনি।

বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তারা হলেন— সারদা পুলিশ একাডেমির ডিআইজি নুরে আলম মিনা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ গাজীপুরের এসপি মো. রহমান উল্লাহ চৌধুরী, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ও ডিএমপির সাবেক উপ-কমিশনার মানস কুমার পোদ্দার এবং রাঙ্গামাটি এপিবিএন ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) হাসানুজ্জামান মোল্লা।

তাদের বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুসারে ‘পলায়নের অপরাধে’ অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকার সময়ে তারা খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে গত সপ্তাহে আরও তিনজন পুলিশ সুপার, নয়জন অতিরিক্ত পুলিশ সুপার ও দুজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করে সরকার।

(ঢাকাটাইমস/১জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
যুক্তরাষ্ট্রে প্রাইভেট বিমান দুর্ঘটনায় ধনাঢ্য শিল্পপতি জেমস ওয়েলার নিহত
শেরপুরে জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা