চীন থেকে তড়িঘড়ি যে কারণে দেশে ফেরেন শেখ হাসিনা, কিন্তু…

ছাত্র-জনতার বিক্ষোভে তখন উত্তাল সারা বাংলাদেশ। লাখো লাখো মানুষ প্রতিদিন রাজধানী ঢাকা শহরে নেমে পড়েছে। কোটা সংস্কার আর বৈষম্যবিরোধী আন্দোলন ক্রমশই গদি টলিয়ে দিচ্ছে শেখ হাসিনার। ২০২৪ সালের ১১ জুলাই। চারদিনের চীন সফর সংক্ষিপ্ত করে ১ দিন আগে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরে এলেন শেখ হাসিনা। গদি হারানোর ভয় নাকি চীনের সাথে বনিবনা না হওয়া? কেন সফরের নির্ধারিত সময়ের আগে হাসিনার ঢাকায় ফেরা? তখনও পক্ষে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন হাছান মাহমুদ। পতিত আওয়ামী লীগ সরকারের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বললেন, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অসুস্থ হওয়ায় তড়িঘড়ি করে ঢাকায় ফিরেছেন শেখ হাসিনা। আসলে কি তাই?
তবে কি ভয়ংকর রূপ ধারণ করতে চলেছেন শেখ হাসিনা? ছাত্র-জনতার আন্দোলন দমাতে নিজেই আসরে নামবেন? এমন প্রশ্ন তখনই ওঠে। চীন সফরের পর পরই সংবাদ সম্মেলন করে অপ্রাসঙ্গিকভাবে হাসিনা বলেছিলেন, তার চাকরেরই ৪০০ কোটি টাকার সম্পদ আছে। শুনে থ হয়ে গিয়েছিল গোটা দেশবাসী। আর ওটাই শেখ হাসিনার পতনের শুরু।
(ঢাকাটাইমস/১ জুলাই/আরডি)

মন্তব্য করুন