গুম হওয়া ছাত্রদল নেতার মেয়ের কান্নায় অশ্রুসিক্ত তারেক রহমান

গুম হওয়া ছাত্রদল নেতা পারভেজের মেয়ের বাবার আদর না পাওয়ার আকুতিতে কাঁদলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরীর হৃদয়স্পর্শী বক্তব্য চলাকালে মঞ্চের জায়ান্ট স্ক্রিনে বারবার চোখ মুছতে দেখা যায় বিএনপি নেতাকে।
আজ মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভায় এমন দৃশ্য দেখা যায়। চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে `গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা' শীর্ষক আলোচনা সভাটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি অনুষ্ঠানটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কথা বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শহীদ পরিবারের সম্মানে বিশেষ এই আলোচনা সভায় একসময় একসময় মঞ্চে আসে ছাত্রদল নেতা পারভেজের কিশোরী মেয়ে রিধি। বক্তব্যের একপর্যায়ে কান্নাভেজা রিধির আর্তি, ‘আমি আর আমার ভাই কি কোনোদিন বাবাকে জড়িয়ে ধরতে পারব না?’ শুনতে শুনতে চোখে পানি আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের।
রিধি বলে, অনেক বছর সে এবং তার ছোট ভাই বাবাকে দেখতে পায়নি। কতদিন বাবাকে জড়িয়ে ধরেনি। রিধির বক্তব্যের পুরোটা সময় জায়ান্ট স্ক্রিনে তারেক রহমানকে বারবার চোখ মুছতে দেখা যায়। এ ঘটনার ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্তব্য করুন