নতুন দেশ গড়ার ডাক দিয়ে রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৫, ২০:১৬
অ- অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন দেশ গড়ার ডাক দিয়ে রাজপথে নেমেছি। ২০২৪ সালে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য আমরা রাজপথে নেমেছিলাম। উৎখাত হয়েছে, পতন হয়েছে। কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। এবার নতুন দেশ গঠনের জন্য আমরা রাজপথে নেমেছি। আমরা গাইবান্ধা দিয়েই সেটা শুরু করেছি।

মঙ্গলবার (১ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা পৌরপার্কে এনসিপির সারাদেশের পথযাত্রা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গাইবান্ধার মানুষ বৈষম্যের শিকার। এই জুলাই গণঅভ্যুত্থানে গাইবান্ধার ছয়জন মানুষ শহীদ হয়েছেন। নতুন স্বাধীনতার জন্য গাইবান্ধাবাসীর এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ, এনসিপি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

তিনি বলেন, এই গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। এক নতুন বাংলাদেশের জন্য। যে বাংলাদেশে কথা বলতে গেলে পুলিশ আপনার উপর আক্রমণ চালাবে না। আপনি মত প্রকাশ করতে গেলে পুলিশ লাঠি চার্জ, গুলি চালাবে না। আপনি মত প্রকাশ করতে চাইলে করতে পারবেন। জুলাই অভ্যুত্থান সেই প্রতিবাদ শিখিয়েছে আমাকে। আমরা যেন সেই প্রতিবাদ থেকে সরে না আসি।

তিনি আরও বলেন, আপনারা নির্ভয়ে কথা বলবেন। আপনার এলাকার সমস্যা তুলে ধরবেন। আমাদের ভয় কিন্তু ২০২৪ সালে শেষ হয়ে গিয়েছে। নতুন কোনো ভয়ের সংস্কৃতি আমরা আর এই বাংলাদেশে গড়ে উঠতে দেবো না।

এর আগে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এরপর সাদুল্লাপুরে সংক্ষিপ্ত পথসভা করে দুপুরে গাইবান্ধা শহরের বিভিন্ন সড়কে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

গাইবান্ধা থেকে শুরু হওয়া ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি জনতার অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে এনসিপির সারা দেশব্যাপী আন্দোলনের অংশ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিয়ন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডা. মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও সদস্য ফিহাদুর রহমান দিবস।

(ঢাকা টাইমস/০১জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
যুক্তরাষ্ট্রে প্রাইভেট বিমান দুর্ঘটনায় ধনাঢ্য শিল্পপতি জেমস ওয়েলার নিহত
শেরপুরে জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা