বিএনপির অনুষ্ঠান মঞ্চ থেকে নামিয়ে দেয়া হলো সেই এহসান মাহমুদকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৫, ১৮:২৬
অ- অ+

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিএনপির অনুষ্ঠানে দর্শকদের তীব্র আপত্তির মুখে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া সেই বিতর্কিত এহসান মাহমুদকে। এ সময় অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর ্আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এমন ঘটনা ঘটে। `গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা' শীর্ষক আলোচনা সভাটি শুরু হয় বেলা তিনটায়।

অনুষ্ঠান মঞ্চে এহসান মাহমুদ নামে একজনকে উপস্থাপনা করতে দেখে ক্ষোভ প্রকাশ করতে থাকেন বিএনপি বিটের সাংবাদিকরা। তারা এহসান মাহমুদকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের মতো অনুষ্ঠানে উপস্থাপনার আপত্তি জানান। পরে তাকে আর মঞ্চে উঠতে দেননি আয়োজকরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আয়োজক কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

অনুষ্ঠানের শুরুর দিকে রুহুল কবির রিজভী ঘোষণা করেন তিনজন বাকি অনুষ্ঠান উপস্থাপনা করবেন। তাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, আরেকজন সাংবাদিক এহসান মাহমুদ।

পরে কোরআন তেলাওয়াত ও দোয়া করেন ওলামা দলের সদস্য সচিব আবুল হোসেন। এরপরই ডায়েসের সামনে এসে এহসান মাহমুদ এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দেন।

কিন্তু এহসান মাহমুদ মঞ্চে উঠে কথা বলতেই সামনে থেকে সাংবাদিকরা সমস্বরে ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট বলে আপত্তি জানান। নেতাকর্মীরাও তাকে মঞ্চে দেখে ক্ষোভ প্রকাশ করেন। পরে আপত্তির কথা শুনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ অন্য নেতারা দাঁড়িয়ে যান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন ভারচুয়ালি যুক্ত।

এরপর এহসান মাহমুদকে উপস্থাপনা থেকে সরিয়ে দেয়া হয়। অবশ্য উপস্থাপনাতে জায়গা পাওয়া বাকি দুজনের বিরুদ্ধেও স্বৈরাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন কেউ কেউ।

অনুষ্ঠানে উপস্থিত একজন সিনিয়র সাংবাদিক বলেন, একসময় মুজিব কোট পরে এহসান মাহমুদ ঘুরে বেড়াতেন। কখনো আওয়ামী লীগ, এখনো জাসদ পরিচয় দিতেন। আওয়ামী লীগ, জাসদের নেতাদের সঙ্গে সব সময় ওঠাবসা করতেন। বিভিন্ন সুযোগ-সুবিধাও নিয়েছেন। অথচ সেই এহসান মাহমুদ এখন বিএনপির বড় বুদ্ধিজীবী। দলটির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

বিএনপির কেন্দ্রীয় একজন তরুণ নেতা ঢাকাটাইমসকে বলেন, এহসান মাহমুদকে নিয়ে আপত্তির কথা শুনেছি। ১৭ বছর ধরে এই সাংবাদিককে তো আমরা কেউ দেখিনি। হঠাৎ করে সে কীভাবে এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মূল আয়োজক কমিটিতে জায়গা পেয়েছেন জানি না। উপ-কমিটিতেও তিনি সদস্য সচিবও হয়েছেন। মঞ্চে উপস্থাপনাতেও দেখলাম এই লোক। বিএনপিতে কি উপস্থাপনা করার কেউ নেই?'

(ঢাকাটাইমস/১জুলাই/এলএম/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা