মুরাদনগরের ওসি, কথিত সাংবাদিক ও যুবলীগ নেতাকে দিয়ে বিএনপির নাম জড়ানো হয়: কায়কোবাদ

মহিউদ্দিন আকাশ, কুমিল্লা
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৫, ১৭:৪৫| আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৮:০৮
অ- অ+

কুমিল্লার মুরাদনগর উপজেলায় হিন্দু নারীর সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় সমবেদনা প্রকাশ করতে ঘটনাস্থল পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ালেন কুমিল্লা (৩) মুরাদনগরের পাঁচ বারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ভুক্তভোগীর বাড়ি মুরাদনগরের পাচকিত্তা বাহারচরে গিয়ে ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের হীনম্মন্যতায় না ভোগার পরামর্শ দেন তিনি।

কাংকোবাদ বলেন, ‘আমি যেমন এ মুরাদনগরের সন্তান, আপনারও এ মাটিরই সন্তান। এখানে আমার যেমন অধিকার আপনাদেরও তেমন অধিকার। ধর্মের ভিত্তিতে কাউকে হেনেস্তা করার সুযোগ নেই।’

কাজী কায়কোবাদ বলেন, ‘হিন্দু-মুসলিম ভেদাভেদ বুঝি না, আমি বুঝি আপনারা সবাই আমার ভাই। আমি আপনাদের আপনজন।’

সাম্প্রতিক আলোচিত নারী নির‌্যাতনের ঘটনায় বিএনপির কোনো সংযোগ নেই জানিয়ে কায়কোবাদ বলেন, ‘মুরাদনগর থানার ওসি, আওয়ামী লীগের কথিত সাংবাদিক ও যুবলীগ নেতাকে দিয়ে এই ঘটনায় বিএনপির নাম জড়িয়ে দেয়। অথচ আসামি ছিল আওয়ামী লীগের কর্মী। আপনাদের সাথে বিএনপির বিরোধ সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ও এনসিপি যে ষড়যন্ত্র করেছে, তা সফল হয়নি, হবেও না ইনশাআল্লাহ।’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা অভিযোগ করেন, ‘৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর যেসব আওয়ামী সন্ত্রাসী পালিয়েছিল, আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর সেসব সন্ত্রাসীদের পুনর্বাসন করেছে। নিষিদ্ধ দল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন এনসিপির ব্যানারে সব অপকর্ম করছে। আর তাদের শেল্টার দিচ্ছে মুরাদনগরের ওসি ও কুমিল্লার এসপি।’

তিনি মুরাদনগরের নারী নির‌্যাতন ঘটনার সুষ্ঠু বিচারের জন্য জোরালো দাবি জানান।

তিনি ওই নির্যাতিত নারীর পরিবারের সবার সঙ্গে দেখা করতে এসেছিলেন- এ কথা উল্লেখ করে কাজী কায়কোবাদ আরও অভিযোগ করেন, ‘কিন্তু পুলিশ ও উপদেষ্টা ষড়যন্ত্র করে তাদের এখান থেকে দূরে নিয়ে যায়। আমি জানতে চাই, তাদের উদ্দেশ্য কী। তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে মরিয়া হয়ে উঠেছে। যেদিন থেকে কুমিল্লা জেলা এসপি এখানে বদলি হয়ে এসেছে, সেদিন থেকেই পুলিশ দিয়ে বিএনপির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।’

মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বীরা তাকে সর্বোচ্চ ভোট দেয় বলে জানান কাজী কায়কোবাদ। বলেন, ‘আমার বিরুদ্ধে যখন মামলা হলো তখন আমার মামলা প্রত্যাহারের দাবিতে মুরাদনগরের হিন্দুরা মানববন্ধন করেছে। আমাদের সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সুসম্পর্ক নষ্ট করতেই আওয়ামী লীগ নেতাকে বিএনপি বলে অপপ্রচার করেছে একটি পক্ষ।’

‘ওরা চায় হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে এ দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে। ওদের ষড়যন্ত্র শুধু বিএনপির বিরুদ্ধে নয়, আমাদের প্রিয় মাতৃভূমির বিরুদ্ধেও।’ যোগ করেন কায়কোবাদ।

‘সব ষড়যন্ত্র হেরে যাবে, জিতে যাবে ভালোবাসা’ এমন আশাবাদ উচ্চারণ করে বিএনপি নেতা বলেন, ‘হিন্দু-মুসলিম সম্প্রীতি ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশে আছি। আপনারা নির্ভয় থাকুন।’

গত ২৬ জুনের অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে কাজী শাহ মোফাজ্জল কায়কোবাদ বলেন, ‘যারা এমন পাশবিক কাজে জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তবে কোনো নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়ন করে একটি নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চান কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

(ঢাকাটাইমস/০১জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন
শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে লঙ্কানরা
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা