বেবিচকের নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ১৪:০৮| আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৫:১৪
অ- অ+

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।”

বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

এতে বলা হয়, বেবিচক চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হলো।

উল্লেখ্য, গত ২৬ জুন কক্সবাজারে থাকা অবস্থায় অনেকটা আকস্মিকভাবে মঞ্জুর কবীর ভূঁইয়াকে বেবিচক চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৯ অগাস্ট মঞ্জুর কবীরকে প্রেষণে বেবিচক চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। তার মাত্র ছয় সপ্তাহ আগে সেই দায়িত্বে আসা এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীকে তখন বিমান বাহিনীতে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক চট্টগ্রামের পতেঙ্গায় বিএএফ জহুরুল হক ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং (এওসি) ছিলেন। তার আগে বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটির এয়ার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।

(ঢাকাটাইমস/২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা