পঞ্চগড় সীমান্তে আবারও ১৫ জনকে পুশইন করলো বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৫, ১৬:২৫
অ- অ+

পঞ্চগড় সীমান্তে আবারও ১৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৫ জুলাই) পঞ্চগড় সদর উপজেলার টোকাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে নারী শিশু সহ ১০ জনকে আটক করে বিজিবি।

এদিকে উপজেলার অমরখানা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৪৩ সাব পিলার ৩ থেকে আড়াই কিলোমিটার ভেতরে বোর্ড বাজার থেকে পাঁচজনকে আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, প্রতিপক্ষ ৪৬/বালাচান বিএসএফ ক্যাম্পের কর্তৃক ৪ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে তাদেরকে গেইট দিয়ে বের করে বাংলাদেশে পুশইন করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এরইমধ্যে ১০ জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে তাদেরকে হস্তান্তর করা হবে। এছাড়া, অমর খানা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা পাঁচজনকে সদর থানায় নিয়ে আসা হচ্ছে।

(ঢাকা টাইমস/০৫জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
নারীদের প্রযুক্তি খাতে এগিয়ে নিতে SheSTEM ও ওয়ালটনের নতুন চুক্তি
শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রবি পেল ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা