ফরেনসিক তদন্ত বিষয়ে প্রশিক্ষণ নিতে সিআইডিতে সহকারী জজদের সফর

সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে একটি শিক্ষা সফরের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (০১ জুলাই) ঢাকার মালিবাগে সিআইডি সদর দপ্তরে এই সফর অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়, ফরেনসিক তদন্তের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আয়োজিত দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট পরিদর্শনের সুযোগ দেওয়া হয়। এতে তারা ডিএনএ বিশ্লেষণ, ডিজিটাল ফরেনসিক, কেমিক্যাল ল্যাব, জেনারেল ফরেনসিক, ফাইন্যান্সিয়াল ক্রাইম ও সাইবার ক্রাইম বিষয়ে সিআইডির অভিজ্ঞ কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি ধারণা লাভ করেন।
ডিআইজি (এইচআরএম) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) আলি আকবর খান। এসময়
সিআইডির সংশ্লিষ্ট বিভাগগুলোর বিশেষজ্ঞ তাদের উপস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের বাস্তবিক জ্ঞান অর্জনে সহায়তা করেন। তারা প্রশিক্ষণ কার্যক্রমকে আরও প্রাণবন্ত করে তোলেন।
সফর শেষে প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে সিআইডির প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিচারিক কার্যক্রমে ফরেনসিক সহায়তার গুরুত্ব উপলব্ধি করেন।
(ঢাকাটাইমস/২ জুলাই/এসএস)

মন্তব্য করুন