মালয়েশিয়া ১০-১২ লাখ কর্মী নেওয়ার গুঞ্জন ভিত্তিহীন, ৩০-৪০ হাজার নেবে: আসিফ নজরুল

বাংলাদেশ থেকে মালয়েশিয়া ১০-১২ লাখ কর্মী নেবে বলে যে গুঞ্জন চলছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, আগামী এক বছরে মালয়েশিয়া ৩০-৪০ হাজার কর্মী নিতে পারে বাংলাদেশ থেকে।
আজ বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মন্ত্রণালয় আয়োজিত 'জাপানের শ্রমবাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ' শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন উপদেষ্টা।
আসিফ নজরুল বলেন, ‘মালয়েশিয়া বিষয়ে একটা হাইপ উঠেছে যে তারা ১০-১২ লাখ কর্মী নেবে। আমি সেখান থেকে ঘুরে এসেছি। বাস্তবতা হলো, মালয়েশিয়া আগামী এক বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে ৩০-৪০ হাজার কর্মী নেবে।’
এই কর্মী পাঠানো নিয়েও কিছুটা জটিলতা রয়েছে বলে জানান উপদেষ্টা। বিগত সরকার মালয়েশিয়ার সঙ্গে যে চুক্তি করেছে, তাতে রিক্রুটিং এজেন্সির তালিকা দেয় মালয়েশিয়া সরকার, সেখান থেকেই বাংলাদেশকে নির্ধারণ করতে হয়। এ ধরনের পদ্ধতিকে সাধারণভাবে 'সিন্ডিকেট' বলা হয়।
আসিফ নজরুল বলেন, ‘এখন আমরা দায়িত্ব নেওয়ার পর সবাই বলছে সিন্ডিকেট করা যাবে না। কিন্তু চুক্তি পরিবর্তন না করলে সেটা বন্ধ করা সম্ভব নয়।’
এ থেকে উত্তরণে দুটি পথ রয়েছে সরকারের সামনে। উপদেষ্টা বলেন, ‘দুটি পথ হলো-১. মালয়েশিয়ার দেওয়া নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই লোক পাঠানো; দুই. তাদের জানিয়ে দেওয়া যে আমরা কর্মী পাঠাব না। কিন্তু দ্বিতীয় পথ বেছে নিলে অন্তত ৪০ হাজার কর্মী সুযোগ হারাবে এবং এক-দুই লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হবে।’
জাপানের শ্রমবাজার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘জাপানে কর্মীর চাহিদা থাকলেও আমাদের বাস্তবতা হলো—আমাদের অনেক শ্রমিক এখনো অদক্ষ। ভাষা শিখলেও কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে পারছে না। ফলে, জাপানের চাহিদা অনুযায়ী আমাদের শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলাই একমাত্র সমাধান।’
(ঢাকাটাইমস/২জুলাই/মোআ)

মন্তব্য করুন