যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোর শহরের চাচড়া রায়পাড়ায় মারিয়া (২) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে নিতের মা ময়না খাতুন জানান, শনিবার দুপুর শোয়া ১টার দিকে শহরের চাঁচড়া রায় পাড়ার ভাড়া বাড়ির পাশে খেলা করার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন মারিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে আছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইন গত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।
(ঢাকা টাইমস/০৫জুলাই/এসএ)

মন্তব্য করুন