রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৫, ০০:৫১
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারভেজ হাসান (৩৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এছাড়া হত্যার ৪৮ ঘণ্টার মধ্যেই ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলেন, মেহেদী হাসান ইমন ও ডা. আরমান।

পুলিশ বলছে, সমকামী সম্পর্কের দ্বন্দ্ব থেকে পারভেজ হাসানকে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান আদালতে এ সংক্লান্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

জানা গেছে, ৩ জুলাই বিকেল ৫টার দিকে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের আমলাব এলাকায় একটি বহুতল ভবনের ছয়তলায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে কুপিয়ে গুরুতর জখম করে। পরদিন ৪ জুলাই সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনার পর নিহতের বড় ভাই ঝন্টু সরদার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ভিকটিম পারভেজ হাসান, তার রুমমেট মেহেদী হাসান ইমন এবং ডা. আরমান সমকামী সম্পর্কে জড়িত ছিলেন। সম্পর্কের জটিলতা ও দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটে বলে জানায় পুলিশ।

পরবর্তীতে তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) বিষ্ণু পদ দাস ও ‘সি’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। ৬ জুলাই বিকেলে কুমিল্লার মুরাদনগর থেকে মেহেদী হাসান ইমন ও রাত ২টার দিকে রূপগঞ্জের বরাবো এলাকা থেকে ডা. আরমানকে গ্রেপ্তার করা হয়।

পরে আদালতে হাজির করা হলে আসামি মেহেদী হাসান ইমন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/৮জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে তুলে নেওয়ার ২ ঘণ্টা পর ফেরত দিলো অস্ত্রধারীরা
জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের
ষড়যন্ত্রকারী যত চেষ্টাই করুক সফল হবে না: আমিনুল হক 
যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা