নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ২৩:০৫
অ- অ+

নরসিংদীর রায়পুরা উপজেলায় শাহীন মিয়া (৩২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ জুলাই) বিকালে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে।

মৃত শাহীন মিয়া উপজেলার মির্জানগর ইউনিয়নের মেঝেরকান্দি গ্রামের খালেক মিয়ার ছেলে ও হাসনাবাদ বাজারে স্যানিটারি ব্যবসা করতেন।

অভিযুক্ত হলেন হাসনাবাদ গ্রামের জালু মিয়ার ছেলে শামীম (৪০)। তিনি মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শামীম দীর্ঘদিন ধরে ইউপি ভবনের বারান্দায় অবস্থান করছিলেন। এর আগেও তিনি কয়েকবার লোকজনের ওপর হামলা চালিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার শাহীন মিয়া ট্রেড লাইসেন্স করতে ইউনিয়ন পরিষদে যান। এ সময় সেখানে অবস্থানরত শামীম কোনো ধরনের বিরোধ ছাড়াই তার হাতে থাকা দা দিয়ে এলোপাথাড়ি শাহিনকে কোপাতে থাকেন। স্থানীয়রা গুরুতর অবস্থায় শাহীনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/০২জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা