শাহজালালে লাগেজ ট্রলির আঘাতে ক্ষতিগ্রস্ত বিমানের বোয়িং ৭৩৭

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ০৯:৪৪
অ- অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং করা অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজে আঘাত হেনেছে একটি লাগেজ ট্রলি। এতে উড়োজাহাজটির বাইরের অংশের সামান্য ক্ষতি হয়। তবে দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিলেন না।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৯ ফ্লাইটটি ব্যাংকক থেকে ঢাকায় এসে অবতরণ করে এবং নির্ধারিত পার্কিং বেতে অবস্থান নেয়। যাত্রী নামানোর পর লাগেজ তোলার জন্য একটি খাঁচা ট্রলি সেখানে উপস্থিত হয়। এ সময় পাশের পার্কিং বেতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ড্যাশ ৮ উড়োজাহাজ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। প্লেনটি যখন ডানে ঘোরে, তখন এর পাখার সৃষ্ট তীব্র বাতাসে খাঁচা ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিংয়ে থাকা বোয়িং উড়োজাহাজটির গায়ে আঘাত হানে।

বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বলেন, ট্রলিটি চলন্ত অবস্থায় ছিল না, বরং তীব্র বাতাসে স্থানচ্যুত হয়ে প্লেনটিকে আঘাত করে। প্রকৌশলীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে।

(ঢাকাটাইমস/২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা