ঐকমত্য কমিশনে জোটের সিদ্ধান্তের বাইরে মত দেওয়ায় এনডিপি চেয়ারম্যানকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ২০:০২
অ- অ+

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ তথা জাতীয় ঐকমত্য কমিশনে জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে বক্তব্য দেয়ায় বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের মিত্র জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কারী আবু তাহেরকে অব্যাহতি দেয়া হয়েছে।

রাজধানীর মতিঝিলে সমমনা জোটের অস্থায়ী কার্যালয়ে জোটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জোট সূত্রে জানা গেছে।

এরপর এই দলের মধ্যে পাল্টাপাল্টি অব্যাহতি এবং নতুন সভাপতি ও মহাসচিব মনোনীত করার দাবি জানায় দলের দুই পক্ষ।

জানা যায়, গত ২৪ জুন জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠকে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মতো জাতীয় ঐকমত্য কমিশনেও সংস্কার ইস্যুতে বিএনপির সাথে একসুরে কথা বলার আহ্বান জানায় দলটি।

কিন্তু পরবর্তীতে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপি ও সমমনা জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে বক্তব্য দেন এনডিপির চেয়ারম্যান আবু তাহের। এ ঘটনায় ক্ষুব্ধ ও অসন্তুষ্ট হয় বিএনপি ও জোট। তাই সমমনা জোট থেকে আবু তাহেরকে অব্যাহতি দেয়া হয় বলে জোট সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের বলেন, সমমনা জোটের সাথে বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) ব্যাপারে আপত্তির কথা জানিয়েছিল বিএনপি। তবে ঐকমত্য কমিশনের সাথে সংলাপে আমি দেখলাম এনসিসির বিষয়টা সংস্কার করে ফেলেছে কমিশন। তারা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের জন্য এনসিসির পরিবর্তে একটি নিয়োগ কমিটি গঠনের কথা বলছে। যেহেতু এনসিসি বাদ হয়েছে, আমি মনে করেছি বিএনপি হয়তো এই নিয়োগ কমিটির পক্ষে থাকবে। সেজন্য আমি এটার পক্ষে মতামত দিয়েছি। কিন্তু পরে দেখলাম, এটা নিয়ে আমার বোঝার ভুল হয়েছে।

এনডিপিতে পাল্টাপাল্টি বহিষ্কার

এনডিপিতে পাল্টাপাল্টি বহিষ্কার ও অব্যাহতি দেয়ার ঘটনা ঘটেছে। কারী আবু তাহের ও আব্দুল্লাহ আল হারুন সোহেলের নেতৃত্বাধীন এনডিপি সমমনা জোটে অন্তর্ভুক্ত ছিল। তবে জোট থেকে চেয়ারম্যান আবু তাহেরকে অব্যাহতি দেওয়ার পর দলটিতে পাল্টাপাল্টি বহিষ্কারের ঘটনা ঘটে। এ ক্ষেত্রে দুটি অংশই দলের জাতীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ সভার সিদ্ধান্তের আলোকে বহিষ্কার ও কমিটি পুনর্গঠন করেছে বলে তাদের দাবি।

গতকাল মঙ্গলবার দলের একটি অংশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ জুন গুলশানে (রোড নং-১, হাউস নং-৪/এ) প্রেসিডিয়াম সদস্য মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্তে অরাজনৈতিক কার্যকলাপের জন্য আবু তাহেরকে এনডিপি থেকে অব্যাহতি প্রদান করা হয়। একই সঙ্গে আব্দুল্লাহ আল হারুন সোহেলকে সভাপতি ও জামিল আহমেদকে মহাসচিব করা হয়। এই বিজ্ঞপ্তির সাথে সভার রেজ্যুলেশনের কপিও সংযুক্ত করা হয়, যেখানে ৩০ জনের মধ্যে ২৮ জন নেতার স্বাক্ষর রয়েছে।

অন্যদিকে আজ বুধবার সন্ধ্যায় দলের অপর অংশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৩০ জুন) সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের মৌচাক টাওয়ারে চেয়ারম্যান আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্তে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেলকে দল থেকে বহিষ্কার এবং হাফেজ আবু সাঈদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে। তবে এই বিজ্ঞপ্তির সাথে সভার রেজ্যুলেশনের কোনো কপি সংযুক্ত ছিল না।

এনডিপির দুই অংশের পক্ষ থেকেই জানানো হয়, তারা বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে ছিল, আগামীতেও বিএনপির সাথেই থাকবে।

(ঢাকাটাইমস/২জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলি হামলায় এক দিনে আরও ১০৫ ফিলিস্তিনি নিহত, আহত ৩৫৬
গাজায় বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনার মৃত্যু
নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠক, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা প্রসঙ্গে যা বললেন
সুপারফুড কাঁঠাল ক্যানসারের ঝুঁকি কমায়, রক্তশূন্যতা প্রতিরোধেও কার্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা