তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে দুই সন্তানের বিরুদ্ধে বাবা ও মায়ের সম্পত্তি লিখে নিয়ে বাড়িছাড়ার অভিযোগ পাওয়া গেছে। পুকুরের পাড়ে শাড়ি আর টিন দিয়ে তৈরি ছোট্ট একটি ঘরে মানবেতর জীবনযাপন করছেন সেই বাবা ও মা।
উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার (২ জুলাই) ভুক্তভোগী কৃষক ছানোয়ার হোসেন ও তার স্ত্রী মতিজান নেছা তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দুই ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।
বৃদ্ধ ছানোয়ার হোসেন ও তার স্ত্রী মতিজান নেছার অভিযোগ, তাদের বড় ছেলে মোক্তার আলী মণ্ডল ও ছোট ছেলে মানিক মণ্ডল সরলতার সুযোগ নিয়ে প্রায় তিন বছর আগে বয়স্ক ভাতা করে দেওয়ার কথা বলে কৌশলে তাদের জমি ও পুকুর নিজেদের নামে রেজিস্ট্রি করে নেন। সম্পত্তি লিখে নেয়ার কিছুদিন পর থেকেই ছেলে ও পুত্রবধূরা বিভিন্ন অজুহাতে তাদের গায়ে হাত তোলেন। এক পর্যায়ে তিন দফায় মারধরের শিকার হন তিনি ও তার স্ত্রী। বাধ্য হয়ে আশ্রয় নেন স্ত্রীর বড় বোনের বাড়িতে। পরে কর্মসংস্থানের জন্য ঢাকায় গিয়ে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ শুরু করেন। কিন্তু বয়সের ভারে অসুস্থ হয়ে ফিরে এলে আবারও ঘরে উঠতে বাঁধা দেন ছেলেরা। একপর্যায়ে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।
অভিযুক্ত বড় ছেলে মোক্তার আলী মণ্ডল বলেন, বাবা-মায়ের সব অভিযোগই মিথ্যা। বাবা নিজের ইচ্ছায় আমাদের নামে জায়গা লিখে দিয়েছেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। তবে আমি খোঁজে নিচ্ছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
(ঢাকা টাইমস/০২জুলাই/এসএ)

মন্তব্য করুন