টঙ্গীতে সন্দেহজনক ঘোরাঘুরিকালে রোহিঙ্গা আটক

গাজীপুরের টঙ্গীতে রশিদুল্লাহ রশিদ (১৫) নামে এক রোহিঙ্গা কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার রাতে মোক্তারবাড়ি রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয়।
আটককৃত রশিদুল্লাহ কক্সবাজারের উখিয়া উপজেলার এইচডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তার বাবার নাম মোহাম্মদ ইলিয়াস।
পুলিশ জানায়, গত কয়েকদিন আগে পারিবারিক কলহের জেরে রশিদুল্লাহ রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে যান। পরে গাড়িতে করে শুক্রবার সকালে টঙ্গী এলাকায় এসে নামেন। রাত আনুমানিক ৯টার দিকে মোক্তারবাড়ি রাতে
সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তিনি। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা তাকে জিজ্ঞাসাবাদ করে রোহিঙ্গা বলে নিশ্চিত হলে থানা পুলিশে খবর দেয়া হয়। পরে খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ওই কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আটক রশিদুল্লাহ রশিদ একজন রোহিঙ্গা কিশোর। তাকে থানায় আটক রাখা হয়েছে। সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্প কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
(ঢাকা টাইমস/০৫জুলাই/এসএ)

মন্তব্য করুন