ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার মোবাইল ডিসপ্লে উদ্ধার, গ্রেপ্তার ১ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ২২:০৫
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১১ হাজার ৬০০ পিস মোবাইলের ডিসপ্লে উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি মাইক্রোবাস জব্দ এবং চালক মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাসেল জেলার কসবা পৌর শহরের কল্যাণ সাগর গ্রামের মো. শিপন মিয়ার ছেলে।

মঙ্গলবার গভীর রাতে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকা থেকে বিজয়নগর থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমান এসব মালামালসহ আসামি রাসেলকে গ্রেপ্তার করে।

বুধবার বিকাল ৪টায় পুলিশ সুপারের মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এহতেশামুল হক এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বিজয়নগরের চান্দুরা-আখাউড়া সড়কের চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এর কিছুক্ষণ পরে একটি নোহা মাইক্রোবাস চেকপোস্ট অতিক্রমকালে তাকে থামার জন্য সিগন্যাল দেয়া হয়।

পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৩৮টি বক্সে ৫টি ব্র্যান্ডের ১১ হাজার ৬০০ পিস মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ডিসপ্লের দাম ২ কোটি ৩২ লাখ টাকা ও জব্দকৃত মাইক্রোবাসের দাম আনুমানিক ২০ লাখ টাকা।

তিনি বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত রাসেলকে জিজ্ঞাসাবাদ চলছে। আমি এই ডিসপ্লের উৎস, কোথায় পাচার হচ্ছিল। কারা এসবের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম রকীব উর রাজা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/০২জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা