কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ২১:০২
অ- অ+

কুমিল্লার চান্দিনা, দাউদকান্দি ও লালমাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বুধবার (২ জুলাই) দুপুরে এক ঘণ্টার ব্যবধানে এই তিনটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার এলাকার মহাসড়কে। দুপুরে দেবিদ্বার উপজেলার ছবিনগর গ্রামের বাসিন্দা মো. আবুল হাসেম ভূঁইয়া (৬০) মাধাইয়া বাজারের উদ্দেশে রওনা হয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কুমিল্লাগামী ‘রূপালি সুপার সার্ভিস’ নামের একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুপুরেই দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে দাউদকান্দি উপজেলার মালীখিল এলাকায়। কুড়িগ্রামের বাসিন্দা মো. বেল্লাল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ঢাকাগামী তিশা পরিবহনের বাস। ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান বেল্লাল। তার সাথে থাকা আরেক আরোহী গুরুতর আহত হন। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, বাসটি আটক করা হয়েছে এবং আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তৃতীয় ও সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে লালমাই উপজেলার ফয়েজগঞ্জ বাজার এলাকায়। চলন্ত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী নাজমুল নামে এক যুবক। তিনি জেলার জগৎপুর গ্রামের বাসিন্দা। তার সাথে থাকা সিয়াম গুরুতর আহত হয়ে বর্তমানে কুমিল্লা পিপলস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একই দিনে তিনটি দুর্ঘটনায় প্রাণহানি ও আহতদের ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

(ঢাকা টাইমস/০২জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমেরিকার নিউ জার্সিতে বিমান দুর্ঘটনা, ১৫ জন আহত
যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো আলোচনা হচ্ছে: আলী রীয়াজ
পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী
কাশিয়ানীতে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা