জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রেট্রিয়টস অব বাংলাদেশ এ জুলাই স্প্রীট এর দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ১৫:২৮
অ- অ+

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেন জ্যাকশন হাইটস প্রেট্রিয়টস অব বাংলাদেশ এ জুলাই স্প্রীট।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টায় যুক্তরাষ্ট্রের জ্যাকশন হাইটস এলাকায় স্থানীয় মসজিদে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এক দোয়ার আয়োজন করা হয়।

এসময় প্রবাসী নেতৃবৃন্দ বলেন, আমরা লক্ষ লক্ষ প্রবাসীরা বিশ্বের কাছে বাংলাদেশ কে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চাই। আমরা বৈষম্য চাই না। আমরা প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আমরা অগণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই না। আমরা ফ্যাসিবাদের দোসরদের ক্ষমতায় আর দেখতে চাই। আমার প্রবাসীরা ভারতীয় আগ্রাসন মুক্ত একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। তাই আমরা আবারো বলতে চাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশ-বিদেশের সকল বাংলাদেশী জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা প্রবাসীরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি অবিলম্বে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক আবদুস সবুর, এশিয়া মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুক্তরাষ্ট্র শাখা) এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া, উদয়ন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোঃ জাবেদ, জাকির হাওলাদার, দেলওয়ার হোসেন শিপন, প্রেট্রিয়টস অব বাংলাদেশ এ জুলাই স্প্রীট এর চেয়ারম্যান আবদুল কাদের, ভাইস চেয়ারম্যান হাসান সিদ্দিক, এমডি মনিরুল ইসলাম মনির প্রমুখ।

(ঢাকাটাইমস/২ জুলাই/ জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমরা আশাবাদী, নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল
পঞ্চগড়ে দেড় বছর বয়সী সন্তানের গলায় ছুরি ধরে মাকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৪
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
তিনবারের ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ ইউএস-বাংলা এয়ারলাইন্স
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা