অস্ত্র বহনে ভুল ছিল আসিফ মাহমুদের, আইনি প্রক্রিয়াতেই মিলেছে লাইসেন্স: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লার মুরাদনগরের ঘটনার পুনরাবৃত্তি যেন দেশে আর না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বুধবার (২ জুলাই) দুপুরে রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা জানান, ইতোমধ্যে মুরাদনগরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, 'অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার অঙ্গীকারবদ্ধ।'
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের অস্ত্র বহনের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যথাযথ আইনি প্রক্রিয়াতেই তিনি অস্ত্রের লাইসেন্স পেয়েছেন। তবে ম্যাগাজিন জমা না দিয়ে বিমানবন্দরে অস্ত্র বহন করা তার ভুল ছিল বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় মব সংস্কৃতি প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, এই ধরনের জনরোষ নির্ভর অপরাধ ঠেকাতে সরকার সক্রিয় এবং ধারাবাহিক ব্যবস্থা নেওয়ার ফলে বর্তমানে মব সংস্কৃতি অনেকটাই কমে এসেছে।
তিনি আরও বলেন, 'আমরা সবাইকে আইনের আওতায় আনতে চাই। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
সম্প্রতি বিদেশ সফরে যাওয়ার কালে নিজের ব্যাগে একটি পিস্তলের ম্যাগাজিন নিয়ে যান তিনি। পরে বিমানবন্দরের স্ক্যানারে তা ধরা পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
প্রশ্ন আসে যে প্রক্রিয়া বা শর্তের মধ্য দিয়ে অস্ত্রের লাইসেন্স নিতে হয়, সেই অনুযায়ী লাইসেন্স পাবার সুযোগ নেই উপদেষ্টা আসিফ মাহমুদের।
(ঢাকাটাইমস/২ জুলাই/এসএস)

মন্তব্য করুন