টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৯০ হাজার ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালিত দুটি পৃথক মাদকবিরোধী অভিযানে ৯০ হাজার ইয়াবা ও ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় তিনজন আসামীকে হাতেনাতে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ জুন গভীর রাতে মিয়ানমার থেকে সাগরপথে মাদকের বড় একটি চালান আসার গোপন সংবাদে বিশেষ অভিযান চালায় বিজিবি। ১ জুলাই ভোরে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকায় মিনারা বেগমের বাড়িতে চিরুনি অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবাসহ মিনারা বেগম ও কেফায়েত উল্লাহ নামে দুজনকে আটক করা হয়।
এদিকে একই দিন খুরেরমুখ এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে বিজিবি। সেখানে জমিলা বেগমের বাড়ির মুরগির খামারে তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি বলেন, 'বিজিবি সীমান্ত নিরাপত্তা ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

মন্তব্য করুন