মোংলায় কোস্ট গার্ডের দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ কার্যক্রম

উপকূলীয় অঞ্চলের জনগণের দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মোংলায় দুর্যোগকালীন উদ্ধার অভিযান ও অগ্নি নির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক 'তারুণ্যের উৎসব-২০২৫' শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, এই কর্মশালায় স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত আলোচনা এবং অগ্নি নির্বাপণ বিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণ পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের দুর্যোগকালীন প্রস্তুতি, উদ্ধার প্রক্রিয়া এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে সচেতন করা হয়।
তিনি আরও বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে জনগণের জানমাল রক্ষায় প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এমন সচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/২জুলাই/এলএম)

মন্তব্য করুন