বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ১৯:৪৮
অ- অ+

নিষিদ্ধঘোষিত বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মো. সেলিম রেজা ওরফে সেলিমুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শাজাহানপুর থানার মোবারক মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সেলিম রেজা শাজাহানপুর উপজেলার বড়পাথার মধ্যপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, সেলিম রেজার বিরুদ্ধে শাজাহানপুর থানায় ২০২৪ সালের ১ নভেম্বর দায়ের হওয়া মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জুলাই’ মাস নিয়ে কটুক্তির অভিযোগে বগুড়ায় আশরাফুল আলম তানজিল (২৫) নামের এক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাত সাড়ে ৩টায় তাকে বগুড়া শহরের চকসূত্রাপুর কসাইপাড়া এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে। গ্রেপ্তার তানজিল ওই এলাকার মোন্তেজার রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানিয়েছেন, ‘জুলাই মাস’ নিয়ে আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্যের অভিযোগে তানজিলকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং তাতে ওই কটুক্তির প্রমাণ রয়েছে৷ তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

(ঢাকা টাইমস/০২জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা