জুলাই নিয়ে অপপ্রচারের মাধ্যমে শহীদদের অপমান করছে আ.লীগ: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ১৮:১২
অ- অ+

আওয়ামী লীগকে অপরাজনীতির অশুভ শক্তি হিসেবে অভিহিত করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, নিজের দোষ স্বীকার না করে হাজারো শহীদের রক্ত, অর্ধলক্ষ আহত যোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানকে তাদের অপপ্রচারের মাধ্যমে অপমান করেছে। জুলাই নিয়ে আওয়ামী অপপ্রচার শাস্তিযোগ্য অপরাধ।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ও আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন আজ বুধবার (২ জুলাই) চট্টগ্রাম নিউমার্কেট, রেলস্টেশন ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।

রাশেদ প্রধান বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে হাসিনাপুত্র জয় জুলাই দাঙ্গা এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় হিসেবে আখ্যা দিয়েছে। জুলাইকে ধোঁকা, চক্রান্তের অধ্যায় ও মিথ্যা বলেছে গণহত্যাকারী আওয়ামী লীগ। আর সোশ্যাল মিডিয়ায় জুলাইকে অশ্লীল ভাষায় আক্রমণ করেছে নিষিদ্ধ আওয়ামী সমর্থকেরা।

জাগপা নেতা বলেন, অপরাজনীতির অশুভ শক্তি আওয়ামী লীগ নিজের দোষ স্বীকার না করে, হাজারো শহীদের রক্ত, অর্ধলক্ষ আহত যোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানকে তাদের অপপ্রচারের মাধ্যমে অপমান করেছে। জুলাই নিয়ে আওয়ামী অপপ্রচার শাস্তিযোগ্য অপরাধ।

বাংলার মাটিতে ৫ আগস্ট তাদের কবর রচিত হয়েছে- এটা আওয়ামী লীগের নেতাদের মনে রাখার পরামর্শ দিয়ে রাশেদ প্রধান বলেন, বিদেশের মাটিতে বসে দেশকে অশান্ত করার চেষ্টা করবেন না। বাংলার মাটিতে আওয়ামী অপরাজনীতি আমরা আর মেনে নিব না। আপনাদের প্রভু হিন্দুস্তানের আধিপত্যবাদ আর চলবে না।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা।

গণসংযোগ শেষে পথসভায় আরও বক্তব্য দেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ শফিকুল ইসলাম, এ এম এম আনাছ, মো. হাসমত উল্লাহ, সাংঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, মো. আলী ফকির, জনি নন্দী প্রমুখ।

(ঢাকাটাইমস/২জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা