মাঠপর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রদানে জনবল সংকটসহ নানা দুর্বলতা রয়ে গেছে: বিডিডিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ১৬:৩৯| আপডেট : ০২ জুলাই ২০২৫, ২২:৪৪
অ- অ+

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মাঠ পর্যায়ের সেবাকেন্দ্রে অপর্যাপ্ত অবকাঠামো ও প্রশিক্ষিত জনবল সংকটসহ নানা রকম দুর্বলতার কথা তুলে ধরেছে বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ডিজঅ্যাবলড ডেভেলপমেন্ট ট্রাস্ট (বিডিডিটি)। এ কথা স্বীকার করে সরকারি প্রতিষ্ঠান জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক ফজলে সিদ্দিক মো. ইয়াহিয়া বলেছেন, সরকার এসব দুর্বলতা কাটিয়ে উঠতে নানা রকম পদক্ষেপ নিচ্ছে।

আজ বুধবার (২ জুলাই) রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় এ কথা জানান তিনি।

‘জেলা পর্যায়ে প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের কার্যকারিতা বৃদ্ধির জন্য জাতীয় অ্যাডভোকেসি উদ্যোগ’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক আয়োজন করে বিডিডিটি।

এতে ঢাকা টাইমসের সহযোগিতায় বিডিডিটি পরিচালিত গবেষণার ফলাফল তুলে ধরেন বিডিডিটির প্রজেক্ট কোঅর্ডিনেটর শবনম ফেরদৌসী।

সারা দেশে পরিচালিত ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের মধ্যে ৩২টি কেন্দ্রে এই গবেষণা পরিচালিত হয়।

গবেষণায় প্রাপ্ত তথ্যে দেখা যায়, প্রায় সব কটি কেন্দ্রেই জনবল সংকট রয়েছে। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবাদানে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর সংখ্যা কম। এছাড়া অনেক কেন্দ্র দুর্বল অবকাঠামো ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতিতে ভুগছে। অধিকাংশ কেন্দ্রেই নারী সেবা প্রদানকারীর অভাব রয়েছে।

গবেষণায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেবাকেন্দ্রগুলোতে র‌্যাম্প, শৌচাগার, থেরাপি স্পেসের মতো প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নিশ্চিত করা, লিঙ্গ ও বয়স-সংবেদনশীল সেবাকাঠামো প্রবর্তন ও দীর্ঘমেয়াদি টেকসই ব্যবস্থার জন্য স্থায়ী ভবন বরাদ্দ করে কেন্দ্রের মালিকানা নিশ্চিত করার সুপারিশ করে বিডিডিটি।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক ফজলে সিদ্দিক মো. ইয়াহিয়া বলেন, দেশের ১০৩টি সেবাকেন্দ্রের জন্য জনবল দরকার ১২০০। অথচ এখন আছে মাত্র ৮০০। ভাড়া বাড়িতে এসব সেবাকেন্দ্র স্থাপন করতে হয়েছে। ফলে সব জায়গায় র‌্যাম্পের মতো সুবিধা নিশ্চিত করা যায় না।

তবে জনবল বাড়িয়ে আরো বেশি এলাকায় সেবা প্রদানের জন্য ১০ হাজার ৭০০ জনবল নিয়োগের একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে বলে জানান ফজলে সিদ্দিক মো. ইয়াহিয়া। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সরকার এনজিওদের নিয়ে একসাথে কাজ করতে চায় বলেও জানান তিনি।

বিডিডিটির প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি মনিরুজ্জামান খান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সরকারের যতটুকু অর্থ বরাদ্দ করা দরকার ঠিক ততটা বরাদ্দ করা হচ্ছে না। এ কারণে সেবাকেন্দ্রগুলোকে জনবল ও সরঞ্জাম দিয়ে স্বয়ংসম্পূর্ণ করা যাচ্ছে না।

মনিরুজ্জামান খান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রদানের জন্য উপযুক্ত করে তুলতে বিশাল সংখ্যক মানুষকে প্রশিক্ষণ দেয়া দরকার। সরকারের পক্ষ থেকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে এদিকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় অংশগ্রহণকারী বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা ও অধিকার নিশ্চিত করার জন্য সমন্বিত উদ্যোগের আহবান জানান। তারা বলেন, অনেক সময় একই কাজ ফাউন্ডেশন এবং একাধিক এনজিও করে। কিন্তু কেউ কারো কাজের কথা জানে না। সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী উন্নয়ন কার্যক্রম নেয়া হলে সেবা প্রদান আরো সম্প্রসারণ করা যাবে।

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি সেবা প্রদান কেন্দ্রের কথা মানুষ খুব একটা জানে না- এ কথা উল্লেখ করে এই সেবার কথা ছড়িয়ে দেয়ার আহ্বান জানান ঢাকা টাইমসের নির্বাহী সম্পাদক মনির হোসেন। পাশাপাশি তিনি প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এই সেবাকেন্দ্র স্থাপন করা যায় কি না তা ভেবে দেখতে সরকারের প্রতি অনুরোধ জানান।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও বিভিন্ন এনজিওর অর্ধশতাধিক প্রতিনিধির অংশগ্রহণে এই গোলটেবিল আলোচনা সঞ্চালনা করেন বিডিডিটির পরামর্শক অ্যাডভোকেট রেজাউল করিম সিদ্দিকী।

(ঢাকাটাইমস/২জুলাই/এলএম/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা