ফেনী সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও গরু জব্দ করেছে বিজিবি।
বুধবার ৪ বিজিবির সদস্যরা নিয়মিত টহলের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং গরু জব্দ করা হয়।
বিজিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, উদ্ধার করা পণ্যসমূহ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ৪ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে আমাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
(ঢাকা টাইমস/০২জুলাই/এসএ)

মন্তব্য করুন