ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : সিইসি

জাতীয় নির্বাচনের জন্য ফুল গিয়ারে প্রস্তুতি চলছে। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নির্বাচন ভবনের নিজ দপ্তরের সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ছিল সৌজন্য সাক্ষাৎ; জানিয়ে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা নিরপেক্ষ এবং আমিও নিরপেক্ষ। এ মুহূর্তে নির্বাচনটা আলোচনার কেন্দ্রে। সাক্ষাতে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক।
তিনি বলেন, নির্বাচনের জন্য ফুল গিয়ারে প্রস্তুতি চলছে। আমাদের প্রস্তুতি এই মুহূর্তে জাতীয় নির্বাচন ঘিরেই। স্থানীয় নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি নেই। আমাদের ফোকাস জাতীয় নির্বাচন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। সময় আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময় ধরে নির্বাচনের প্রস্তুতি চলছে।
ঢাকাটাইমস/এসএমএস

মন্তব্য করুন