অস্তিত্ব দিয়ে আগামীর বাংলাদেশে জুলাইকে ধারণ করব : মঞ্জু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৫, ১৮:২৫| আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৯:২৩
অ- অ+
বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪-জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা। ছবি: ঢাকা টাইমস

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আমাদের ঐক্যের প্রতিক জুলাই, আমাদের রক্তের রং জুলাই, আমাদের স্বপ্নের নাম জুলাই। আমরা আমাদের অস্তিত্ব দিয়ে আগামী দিনের বাংলাদেশে জুলাইকে ধারণ করব।

মঙ্গলবার (১ জুলাই) বিকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪-জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, চব্বিশের জুলাইয়ের মতো একটা জনযুদ্ধের পর সাধারণত একটা ট্রমা থাকে, প্রত্যাশা থাকে, আকাঙ্কার দেনা-পাওনার হিসাব তৈরি হয়।

তিনি বলেন, আমরা দেখেছি- এই গণঅভ্যুত্থানের পর অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ভুল করে বা যেকোনভাবে হোক উনি এর অবদানগত কথা বলতে গণঅভ্যুত্থানের সকলকে ধারণ করে ঐক্য তৈরি করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু আমরা যেহেতু গণঅভ্যুত্থানের জন্য লম্বা লড়াই করেছি, আমাদের একটা দায়বোধ আছে। সেজন্য যতবারই এই সরকার আমাদের ডেকেছেন, আমরা একত্রিত হয়েছি।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, আমাদের সামনে এখন তিনটি প্রশ্ন। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের যে গণআকাঙ্কা তৈরি হয়েছে, এতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব কিনা? এই রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় আসবেন তারা সেই আকাঙ্কা, স্বপ্ন পূরণ করবেন কিনা? এবং এই গণতন্ত্র কখনও অগণতান্ত্রিকতায় ফিরে যাবে কিনা? সকল প্রশ্নের উত্তর যদি আমরা দিতে না পারি তাহলে জুলাই বিল্পবের আজকের যে ঐক্যবদ্ধতা সেটি যুগ যুগ ধরে অভিশাপ দেবে।

এ সময় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতেও আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম কিন্তু বার বার বিভক্ত হয়েছি। এবারও ঐক্যবদ্ধ হয়েছি, কিন্তু আমাদের মধ্যে আর যেন বিভক্তি সৃষ্টি না হয়।

ঢাকাটাইমস/এসএমএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা