ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ০১:৪১| আপডেট : ০২ জুলাই ২০২৫, ০১:৪৩
অ- অ+

সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার দুপুরে সৌদি এয়ার লাইন্সের নিয়মিত ফ্লাইটে বাংলাদেশে পৌঁছান তিনি।

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল (পলিসি) অনুবিভাগ এবং ঢাকাস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। গত এপ্রিলে ঢাকা ছেড়ে যাওয়া সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলাননের স্থলাভিষিক্ত হবেন তিনি।

বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের কথিত মডেল মেঘনা আলমের যোগাযোগ নিয়ে নানা কথা চাউর আছে। তার বিদায়ের পর ওই মডেলকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় মানবাধিকার সংস্থাগুলোর বিবৃতি উভয় দেশের সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছিল। যদিও সেটি কূটনৈতিক সম্পর্কে খুব একটা প্রভাব পড়েনি। রাষ্ট্রদূতের শূন্য পদে দুই মাসের মাথায় নতুন দূত নিয়োগ দিলো সৌদি আরব।

রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী ড. আব্দুল্লাহ জাফরকে সৌদি ফরেন সার্ভিসে চীন ও কোরিয়া এক্সপার্ট হিসেবে বিবেচনা করা হয়। চাকরি জীবনের মধ্যগগনে থাকা ওই সৌদি কূটনীতিক ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত ব্রাজিলের ব্রাসিলিয়াতে দায়িত্ব পালন করেন। ’০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত আমেরিকার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সিটি হাউস্টনের সৌদি কনস্যুলেট সামলেছেন। তিনি সেখানে কনসাল জেনারেলের দায়িত্বে ছিলেন। ২০১৩ সালে তিনি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ আফ্রিকা ডেস্কের পরিচালক ছিলেন। সেখান থেকে তাকে কোরিয়ায় সৌদি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন হিসেবে পাঠানো হয়। ’১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি সিউলে দায়িত্ব পালন করেন। ড. আব্দুল্লাহ জাফর কোরিয়া থেকে যান জেনেভায়। বহুপক্ষীয় কূটনীতির ওই আঁতুড়ঘরে তিনি দায়িত্ব পালন করেন ২০২১ সাল পর্যন্ত। জেনেভা থেকে তাকে পাঠানো হয় চীনে। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর গুয়াংজুতে সৌদি কনসাল জেনারেলের দায়িত্বে ছিলেন।

(ঢাকাটাইমস/২জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুজন আটক
স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে তুলে নেওয়ার ২ ঘণ্টা পর ফেরত দিলো অস্ত্রধারীরা
জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের
ষড়যন্ত্রকারী যত চেষ্টাই করুক সফল হবে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা