নোবিপ্রবিতে ছাত্রী হলে পুরুষ স্টাফ দিয়ে রুমে তল্লাশি, বিক্ষোভ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলে ইলেকট্রনিক রান্না সামগ্রী উদ্ধার অভিযানে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশির অভিযোগে গভীর রাতে বিক্ষোভ করেছে হলে থাকা শিক্ষার্থীরা।
বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে বিবি খাদিজা হলের শিক্ষার্থী হল গেটে এসে অবস্থান নেয়। এসময় ছাত্রী হলে পুরুষ কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন প্রশাসন, লজ্জা লজ্জাসহ নানা স্লোগান দিতে দেখা যায় তাদের।
বিষয়টি নিয়ে হলে থাকা একাধিক ছাত্রী জানিয়েছেন, আমরা বুঝতেই পারিনি কী হচ্ছে। হঠাৎ কিছু পুরুষ স্টাফ আমাদের ফ্লোরে চলে আসে। আমরা ওড়না পড়ার ও সুযোগ পাই নাই এটা খুবই লজ্জাজনক এবং ভীতিকর ছিল।
এই বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, হলে মেয়েদের রুমে অভিযানের সময় প্রথমে পুরুষ স্টাফ যাওয়ার কোনো সুযোগ নেই। ম্যাডামদের পাশাপাশি পুরুষ স্টাফরা থাকে। আমার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। আজকের অভিযানের সময় আমিও উপস্থিত ছিলাম। কাল গিয়ে বিষয়টির সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট স্টাফদের সতর্ক করব।
(ঢাকা টাইমস/০২জুলাই/এসএ)

মন্তব্য করুন