চাঁদপুরে বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৫, ১৪:১০
অ- অ+

চাঁদপুরের সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার ও ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত দেড়টার দিকে হাজীগঞ্জ উপজেলা সদরের বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২৬ পিস বিদেশি মদ উদ্ধার করে। তবে এর সাথে জড়িতরা অভিযানের টের পেয়ে পালিয়ে যায়।

একই রাত সদর উপজেলার জাফরাবাদ এলাকা হতে মাদক কারবারি মো. মাসুদ গাজী এবং মো. শামীম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৭ পিস ইয়াবা ট্যাবলেট।

এছাড়া ফরিদগঞ্জ উপজেলার সরদারপাড়া এলাকায় অপর অভিযানে মোখলেছুর রহমান নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, গ্রেপ্তার মাদক কারবারি ও জব্দকৃত মাদক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৮জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা