‘প্রেমিক’ নয়, ভয়ংকর ব্ল্যাকমেইলার

টিকটকে পরিচয় অতঃপর শারীরিক সম্পর্ক, হাতিয়ে নেয় নগদ অর্থ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৫, ১৯:২৭
অ- অ+

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন ও ৮ লাখ টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম মো. শোয়াইব।

রাজধানীর মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। সিআইডির মিডিয়া শাখা থেকে মঙ্গলবার (৮ জুলাই) পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

সিআইডির প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত মো. শোয়াইব সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে এক নারীর সঙ্গে পরিচয় গড়ে তোলে। পরবর্তীতে ইমো-তে নিয়মিত ভিডিও ও চ্যাটের মাধ্যমে যোগাযোগ চলতে থাকে। কথোপকথনের একপর্যায়ে শোয়াইব ভিডিও কলের সময় ওই নারীর ব্যক্তিগত মুহূর্ত স্ক্রিন রেকর্ড করে সংরক্ষণ করে রাখে।

এরপর ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং ৮ লাখ টাকা হাতিয়ে নেয়। আরও অর্থ দাবি করলে এবং ভিকটিম তা দিতে অস্বীকৃতি জানালে, ইমোতেই ছড়িয়ে দেয় তার ব্যক্তিগত ছবি ও ভিডিও।

ঘটনার পর ভিকটিম ঢাকার রামপুরা থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে সিআইডি ৭ জুলাই মালিবাগের ডিআইটি রোডের ৮৭ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। শোয়াইবের স্থায়ী ঠিকানা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের মনকি চর (মোহাব্বত আলী পাড়া) গ্রামে।

সিআইডি জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আরও তথ্য উদ্ঘাটনে প্রযুক্তিগত বিশ্লেষণ চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজা যুদ্ধ থেকে ফিরে আসা ইসরায়েলি সেনারা ট্রমায় আক্রান্ত, বাড়ছে আত্মহত্যার ঘটনা
টেকনাফে ডাকাতদলের পাহাড়ি আস্তানা থেকে অস্ত্র-গুলি উদ্ধার
দুই মাঠে খেলে রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশের জয়!
পবিত্র কাবার ওপরে সরাসরি সূর্যের অবস্থান, মুসলিম বিশ্বের ঐতিহাসিক দিকনির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা