নগরকান্দায় আগুনে ২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৫, ১৪:৫২
অ- অ+

ফরিদপুরের নগরকান্দায় গভীররাতে আগুনে দুটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানিরা। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরকান্দা উপজেলা সদর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিন দুপুরে নগরকান্দা বাজারের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো সোমবার রাত ১০টার দিকে ব্যবসায়ী বগু ভুঁইয়া ও তার ভাই অরুপ ভুঁইয়া তাদের দুটি মুদি দোকান বন্ধ বাড়িতে গিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাত সাড়ে ১২টার দিকে তাদের দোকানে আগুন দেখতে পান আশপাশের দোকানদাররা। মুহুর্তের মধ্যে ওই আগুন পাশাপশি থাকা দুই ভাইয়ের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকান দুটি পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত অরুপ ভুঁইয়া বলেন, বাজারের মধ্যে সব চেয়ে বড় মুদি দোকান ছিল আমাদের দুই ভাইয়ের। প্রায় কোটি টাকার মালামাল ছিল দোকানে। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা কিভাবে ব্যবসা করবো, সেই চিন্তায় আছি।

নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আখতার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দোকানের ভেতরে বিপুলপরিমাণে ডিজেল ও কেরোসিন তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে য়ায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকা টাইমস/০৮জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৬ বছরেও সংস্কার হয়নি মুন্সিরহাট-উভারামপুর সড়ক
মুরাদনগরে ধর্ষণ ও নারী নির্যাতন মামলার মূলহোতা শাহপরানের ৫ দিনের রিমান্ডে
সিরিজ হারের পর ব্যর্থতা স্বীকার করে যা বললেন মিরাজ
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা