তারেক রহমানের সংস্কারের বার্তা নিয়ে জনগণের দুয়ারে কাজী আলাউদ্দিন
কালিগঞ্জে লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে কালিগঞ্জ উপজেলায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বাঁশতলা মাছের সেট ও বাজার এলাকায় কর্মসূচির আয়োজন করে কালিগঞ্জ উপজেলা বিএনপি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনতে ৩১ দফা রূপরেখা শুধু একটি রাজনৈতিক দল নয়, গোটা জাতির মুক্তির সনদ। এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান, সদস্য সচিব মো. আরিফুর রহমান ছোটন, যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, আবুল হোসেন, আমিরুল, সিরাজুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আ. করিম, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম ও আলী বাহার, ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব হামিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের নেতাকর্মী জাকির হোসেন ও সোহাগ, উপজেলা জাসাস-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজন আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম ও মঈন হোসেন।
ছাত্রদল নেতাদের মধ্যে ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন সোহাগ, কুশুলিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব আল-মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম হাসান ও নাহিদ, ডি আর এম ইউনাইটেড আইডিয়াল কলেজ ছাত্রদলের সদস্য সচিব রেদোয়ান প্রমুখ।
এ আয়োজনে স্থানীয় বাজারে সাধারণ জনগণের মধ্যেও লিফলেট বিতরণ করা হয় এবং ৩১ দফার মূল বার্তা তুলে ধরা হয়।
(ঢাকাটাইমস/৭জুলাই/এলএম)
মন্তব্য করুন