গত ২৪ ঘণ্টায় কোস্ট গার্ডের অভিযানে ৩৪ কোটি টাকার অবৈধ জাল ও জাটকা জব্দ

বাংলাদেশ কোস্ট গার্ডের টানা অভিযানে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন উপকূলীয় ও নদীপথ এলাকায় প্রায় ৩৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও জাটকা জব্দ করা হয়েছে।
শনিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাগর, নদীপথ ও উপকূলীয় এলাকায় জাটকা নিধন ও অবৈধ জাল ব্যবহার বন্ধে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল, চরঘেরা জাল, মশারি জালসহ অন্যান্য নিষিদ্ধ জাল এবং জাটকা জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা এবং জাটকার বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, দুঃস্থ ও গরিব দুঃখী মানুষের কাছে বিতরণ করা হয়েছে।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, “মৎস্যসম্পদ রক্ষা ও উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।”
জনসাধারণের উদ্দেশে তিনি আরও জানান, “সাগর, নদীপথ ও উপকূলের নিরাপত্তায় যেকোনো ধরনের তথ্য জানাতে কল করুন ১৬১১১ নম্বরে।”
(ঢাকাটাইমস/১৯ জুলাই/এলএম)

মন্তব্য করুন