বেইজিংয়ে ভয়াবহ বন্যা, এক বৃদ্ধাশ্রমে মৃত্যু ৩১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৫, ০৯:৩৫
অ- অ+

চীনের রাজধানী বেইজিংয়ে ভয়বহ বন্যায় শহরের উপকণ্ঠে এক বৃদ্ধাশ্রমে কমপক্ষে ৩১ বৃদ্ধ মারা গেছেন। তাদের বেশির ভাগই চলাফেরায় অক্ষম ছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে জানায়, মিউনে অবস্থিত ওই বৃদ্ধাশ্রমে পানির উচ্চতা বুকসমান হয়ে যাওয়ার পর উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, জরুরি সেবার কর্মীরা পানিতে নেমে বৃদ্ধ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছেন।

স্থানীয় প্রশাসন জানায়, এই ঘটনা তাদের জন্য একটি বেদনাদায়ক শিক্ষাসতর্কবার্তা

চীনা সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই বৃদ্ধাশ্রমে প্রায় ৭৭ জন বাসিন্দা ছিলেন। পানির উচ্চতা প্রায় ২ মিটার বা ৬ ফুট হয়ে যাওয়ায় তাদের মধ্যে প্রায় ৪০ জন সেখানে আটকা পড়েন।

তাইশিটুন শহরে অবস্থিত এই নার্সিংহোমে মূলত শারীরিকভাবে গুরুতর অক্ষম, নিম্নআয়ের এবং সামাজিক সহায়তা পাওয়া প্রবীণদের দেখাশোনা করা হয়।

এক কর্মকর্তা তাদের যথাযথ প্রস্তুতির ঘাটতির কথা স্ভকিার করেন। তিনি বলেন, বহুদিন ধরেই শহরের এই অংশটি নিরাপদ বলে ধরে নেওয়া হয়েছিল, তাই এটি (নার্সিং হোম) সরিয়ে নেওয়া দরকার ছিল। কিন্তু এ বিষয়ে আমাদের কোনো পরিকল্পনা ছিল না। এই ঘটনা প্রমাণ করে, আমাদের জরুরি পরিকল্পনায় ফাঁকফোকর ছিল। আমরা চরম আবহাওয়ার ঝুঁকি সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলাম না। এই বেদনাদায়ক অভিজ্ঞতা আমাদের জন্য সতর্কবার্তা হয়ে এসেছে।

এদিকে, কাছাকাছি হেবেই প্রদেশেও ভারী বৃষ্টিপাতের কারণে ১৬ জনের মৃত্যু হয়েছে। চেংদে শহরে মারা গেছেন ৮ জন এবং এখনো ১৮ জন নিখোঁজ রয়েছেন।

চীনের বিভিন্ন অঞ্চলে চলতি গ্রীষ্মে তীব্র আবহাওয়া বিরাজ করছে। গত মাসের শুরুতে পূর্বাঞ্চলে রেকর্ড পরিমাণ তাপপ্রবাহের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও বন্যা দেখা দেয়। মূলত বেইজিংয়ের গ্রীষ্মকালীন বন্যা নতুন কিছু নয়। এবারও দেশটির বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

(ঢাকাটাইমস/১আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইলস্টোন ট্র্যাজেডি: রাইসা মনির কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা
চাঁদাবাজির টাকায় ইয়ামাহা মোটরসাইকেল কিনেছিলেন অপু, জব্দ করল পুলিশ 
রবিবার ঢাকায় তিন বড় সমাবেশ, বিকল্প রুট ব্যবহারের অনুরোধ ডিএমপির
টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা