জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ১১:১০| আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৩:০৪
অ- অ+

জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত সাতটি মামলায় একযোগে ৩৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করেছে কর্তৃপক্ষ। রবিবার (২০ জুলাই) সকালে দেশের বিভিন্ন কারাগার থেকে পৃথকভাবে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১৪ জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। একই সঙ্গে কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে সাবেক এনটিএমসি পরিচালক ব্রিগেডিয়ার জিয়াউল আহসানসহ আরও ১৪ জনকে হাজির করা হয়।

কাশিমপুর কারাগার থেকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিসহ ১৫ জন এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে আদালতে উপস্থিত করা হয়।

আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ৯ মন্ত্রী ও এমপি, উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা ‘মুগ্ধ হত্যা মামলা’সহ নরসিংদী, কক্সবাজার, সিলেট অঞ্চলে সংঘটিত হত্যাকাণ্ড ও দমন-পীড়নের ঘটনায় সংশ্লিষ্ট।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে গ্রেপ্তার হন এ সব সাবেক ক্ষমতাসীন ব্যক্তি ও কর্মকর্তারা।

মামলাগুলোর তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। তারা জানান, প্রাথমিক শুনানির জন্য আসামিদের আদালতে হাজির করা হয়েছে এবং মামলার অগ্রগতি অনুযায়ী সময় আবেদন জানানো হবে।

এদিন নিরাপত্তা জোরদার করে সকাল থেকেই আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। জনগণের চলাচল সীমিত রাখা হয় এবং সাংবাদিকদের উপস্থিতি সীমিতসংখ্যক করে দেওয়া হয়।

এই মামলাগুলো রাজনৈতিক, প্রশাসনিক ও মানবাধিকার মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মহলেও এসব বিচার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

(ঢাকাটাইমস/২০ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদক ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান
নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার     
মিরপুরের কসমো স্কুলের আগুন নিয়ন্ত্রণে
সদরপুরে ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা