কোমর ব্যথায় ভুগছেন পলক, কারাগারে দিয়েছেন কোরআন খতম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১৩:২৫| আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৪:০৬
অ- অ+

কারাগারে থেকেও নিজেকে মানসিকভাবে শান্ত রাখার চেষ্টা করছেন সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক থাকা এই রাজনীতিক কোরআন শরীফ পড়েই কাটাচ্ছেন অধিকাংশ সময়।

বৃহস্পতিবার আদালতে হাজিরার সময় পলকের কোমরে ব্যাকপেইন প্রতিরোধক বেল্ট দেখা যায়। আদালতে শুনানির আগে তার আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখী তার শারীরিক মানসিক অবস্থা জানতে চাইলে পলক সংক্ষেপে বলেন, “আছি কোনোরকম।

আইনজীবী কারাগারে কোনো বই বা বিশেষ কিছু দরকার কি না জানতে চাইলে পলক জানান, তিনি নিয়মিত কোরআন শরীফ পড়ছেন এবং ইতোমধ্যে একটি খতম শেষ করেছেন।

পরে সাংবাদিকদের উদ্দেশে আইনজীবী রাখী বলেন, “তিনি (পলক) কারাগারে নিয়মিত কোরআন শরীফ পড়ছেন। ইতিমধ্যে এক খতম দিয়েছেন। তবে তার কোমরে ব্যথা রয়েছে, এজন্য বেল্ট পরে থাকতে হচ্ছে।

জুলাই অভ্যুত্থান চলাকালে রাসেল গাজী নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় এদিন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ।

ঢাকার আশুলিয়া থানাধীন এলাকায় রাসেল গাজী হত্যা মামলায় দিন পলককে আদালতে উপস্থিত করে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন। আবেদনের ওপর শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক।

এর আগে গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে অসংখ্য হত্যা, হত্যাচেষ্টা দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ড ভোগ করেছেন তিনি।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করিনি: আখতার হোসেন
চুয়াডাঙ্গায় ভারতীয় রুপাসহ দুই চোরাকারবারি আটক
ভাটারায় মুক্তিপণের দাবিতে অপহরণ: ব্যবসায়ী উদ্ধার, টাকাসহ পাঁচজন গ্রেপ্তার
সাবেক এমপি শাম্মীর বাড়িতে চাঁদা আনতে গিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যসহ ৫ জন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা